যুক্তরাষ্ট্রের ভিসা পেতে মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে অভিবাসন আইনের আওতায় আজীবনের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে ভিসা সংক্রান্ত এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় এই ধরনের প্রতারণা করলে ব্যক্তি আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার হারাবেন। এমন সিদ্ধান্ত শুধু একবারের শাস্তি নয়। এটি জীবনের সব পর্যায়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা, চাকরি বা অভিবাসনের সব পথ বন্ধ করে দিতে পারে।
দূতাবাস বলেছে, এই ধরনের প্রতারণায় জড়িত শুধু আবেদনকারী নয়, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কর্মকাণ্ডে সহায়তা করে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো বা সেখানে আশ্রয় দিতে সহায়তাকারীদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনা হতে পারে। যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য স্বচ্ছতা ও সততার কোনো বিকল্প নেই।