ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সৃষ্ট উত্তেজনা ও সড়ক অবরোধের ঘটনায় হুঁশিয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সড়ক অবরোধ করে লাখ লাখ মানুষকে জিম্মি করা কোনোভাবেই বরদাশত করা হবে না।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বক্তব্য দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সড়ক অবরোধ করার অধিকার কারও নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। আজকের মধ্যে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব।
তিনি আরও বলেন, দুটি ইউনিয়নের সীমানা ইস্যুতে পুরো দেশের মানুষকে দুর্ভোগে ফেলা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, এটা সরকার থেকে হয়নি। কারও ক্ষোভ থাকলে আইনগত পথে তা জানানো উচিত ছিল, জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কোর কমিটির এই সভায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন, পুলিশের প্রস্তুতি, সীমান্ত নিরাপত্তা, পূজা উপলক্ষে নিরাপত্তা এবং সাম্প্রতিক চুরি-ডাকাতি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।
তিনি বলেন, ফরিদপুরের দুটি ইউনিয়নের কারণে এখন শুধু স্থানীয় নয়, আশপাশের জেলার মানুষও ভোগান্তিতে পড়েছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুরের দুটি ইউনিয়নের সংসদীয় আসন পরিবর্তন করা হয়েছে। এ নিয়ে স্থানীয় জনগণের একটি অংশ ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। এতে ঢাকাগামী এবং দক্ষিণাঞ্চলমুখী যান চলাচলে দীর্ঘ যানজট তৈরি হয়।