রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে (International Olympiad on Climate Change and Environmental Issues – IOCE) বাংলাদেশের প্রতিনিধি তাসিন মোহাম্মাদ স্বর্ণপদক অর্জন করেছেন।
সম্প্রতি রাশিয়ার সোচি শহরে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ১৩ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের হাইস্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সমস্যা নিয়ে দলীয়ভাবে সমাধানমূলক চিন্তা ও উদ্ভাবন তুলে ধরেন।
বাংলাদেশ থেকে মোট পাঁচজন শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশ নেন। দলের নেতৃত্ব দেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারহান মাসুদ তাসিন। অন্যান্য সদস্যরা হলেন, তাসিন মোহাম্মদ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ; মাহদি বিন ফেরদৌস, ভাষানটেক সরকারি কলেজ; মো. নূর আহমেদ, রাজশাহী কলেজিয়েট স্কুল; মো. আশিকুর রহমান, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
তাসিন মোহাম্মদ এই অলিম্পিয়াডে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদক অর্জন করেন, যা দেশের জন্য একটি গৌরবের অর্জন।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক বাস্তব সংকটের ওপর গবেষণাধর্মী আলোচনা, প্রকল্প পরিকল্পনা এবং দলীয় সমাধান প্রস্তাব উপস্থাপন করেন। বাংলাদেশ দল সেখানে অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে প্রকল্প তৈরি এবং উপস্থাপনায় অংশ নেয়।
‘প্রজেক্ট ফেস্টিভ্যাল’ পর্বে তারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উদ্ভাবনী চিন্তা ও সমাধান তুলে ধরেন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। তাদের উদ্ভাবনী দক্ষতা, বিশ্লেষণ এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় নিষ্ঠাবান অংশগ্রহণ বিচারকদের নজর কাড়ে।
আন্তর্জাতিক মঞ্চে এমন একটি অর্জন বাংলাদেশের তরুণদের বৈশ্বিক পর্যায়ে বিজ্ঞান, পরিবেশ এবং উদ্ভাবনের অঙ্গনে অংশগ্রহণের গুরুত্ব ও সম্ভাবনা আরও দৃঢ়ভাবে তুলে ধরে।