নির্বাচন, গণতন্ত্র ও তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ইউনূস-অজয় বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৈঠকে দেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা, আর্থিক খাত সংস্কার ও চট্টগ্রাম বন্দর উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

বৈঠকে ড. ইউনূস বলেন, ‘চট্টগ্রাম বন্দর আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। এটি লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে। আসুন একসঙ্গে উন্নয়ন করি।’

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এই বন্দর উন্নয়নের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে উপকৃত হতে পারে।’

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য ব্যাংক ও রাজস্ব খাতে কাঠামোগত সংস্কার অপরিহার্য।’

বৈঠকে কয়েক বিলিয়ন ডলার চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার ও এ বিষয়ে বিশ্বব্যাংকের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। ড. ইউনূস এ সংকটময় সময়ে বিশ্বব্যাংকের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।