ইলিশ মাছ আহরণ ক্রমাগত কমছে, প্রাপ্যতা কম থাকায় আড়তদারদের ইলিশের দাম কমানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। দাম নাগালের বাইরে চলে যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বাজারে ইলিশের দাম নাগালের বাইরে জানিয়ে দাম না কমায় দুঃখ প্রকাশ করে এর উৎপাদন ও আহরণ কম হওয়ার কারণেই অতিরিক্ত দাম বলে জানান মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে স্বল্প পরিসরে ইলিশ রপ্তানি হচ্ছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদনের বিপরীতে এ পর্যন্ত মাত্র ১০৩ টন ইলিশ রফতানি হয়েছে দেশটিতে।
উপদেষ্টা বলেন, মা ইলিশ রক্ষায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরা, ইলিশ পরিবহন, বিক্রি, মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এ সময়ে দেশের ৩৭ জেলার ১৬৫ উপজেলার, ৬ লাখ ২০ হাজার ১৪০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।