পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ নিজেকে একটি সক্রিয়, সার্বভৌম ও দায়িত্বশীল প্লেয়ার হিসেবে বেছে নিয়েছে। বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়, আত্মবিশ্বাসী হিসেবে চলতে চায়। আমরা দৃঢ়ভাবে জড়িত থাকবো, প্রয়োজনে দৃঢ়ভাবে কথা বলবো এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে নজর রেখে সর্বদা উৎপাদনশীল অংশীদার হবো।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গোপসাগর অঞ্চল একটি কৌশলগত ভিত্তিতে পরিণত হচ্ছে এবং বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়, আত্মবিশ্বাসী হয়ে পরিচালিত হতে চায়।
উপদেষ্টা বলেন, ‘আমার দেশ ভঙ্গুরতার মূল্য জানে, আমরা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাদের জন্য আমাদের দরজা খুলে দিয়েছি। আমরা জাতিসংঘ শান্তি মিশনে অবদান রেখেছি এবং আমরা জানি মানবিক সংকট কত দ্রুত বাড়তে পারে।’
তিনি আরও বলেন, স্থিতিশীলতা কেবল আঞ্চলিক উদ্বেগ নয়, এটি একটি বিশ্বব্যাপী অপরিহার্যতা। আমাদের অবশ্যই কার্যকর বহুপাক্ষিক ও আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে; যা কেবল কথা নয়, এমন একটি এজেন্ডা যা কর্মকাণ্ডে রূপান্তরিত হবে।