বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু হাসপাতালে

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর কুমিল্লার বিপুলাসার বাজারে সন্ত্রাসীদের হামলার শিকার হন বুলু। এ সময় তার সহধর্মিণী ও গাড়ি চালকও আহত হন। এ ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল।