এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে: সালাহউদ্দিন

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা প্রতিবারই ভালোভাবে ফার্স্ট হয়েছি, এবার এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নিজের নির্বাচনি এলাকা চকরিয়ার কোনাখালীতে আনুষ্ঠানিক প্রচারণা শুরুকালে তিনি এ কথা বলেন।

চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, ধানের শীষ জনগণের প্রতীক, বিএনপি গণমানুষের দল। ক্ষমতায় এলে বিএনপি প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সব স্বপ্ন পূরণ করা হবে।

প্রথম দিনে তিনি দলের কর্মী-সমর্থকদের নিয়ে চকরিয়ার দুই ইউনিয়ন কোনাখালী ও ঢেমুশিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য দেন।

এই আসনে সালাহউদ্দিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন ১০ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

প্রসঙ্গত, সালাহউদ্দিন কক্সবাজার-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি চারদলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।

SN
আরও পড়ুন