বিএনপির আন্দোলন সফল করা দিবাস্বপ্ন: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কর্মীরা এতো হতাশ যে নেতাদের ওপর তাদের কোনো আস্থা নেই। আন্দোলন সফল করা তাদের দিবাস্বপ্ন। আন্দোলনের নামে তাদের সাম্প্রতিক দুটি কর্মসূচিও ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বয়কট করবে না। ভারতীয় পণ্য বয়কটের প্রসঙ্গ একটা উদ্ভট ও ব্যর্থ চেষ্টা। সবকিছুতে ব্যর্থ হয়ে খড়কুটো নিয়ে বাঁচতে চাচ্ছে তারা। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ তাদের সমমনারা বলছে গরম কমে গেলে আন্দোলন, তো কবে হবে এই আন্দোলন? কিছুদিন পরে বলবে কোরবানির ঈদের পরে আন্দোলন।  এভাবে তো পনেরো বছর কেটে গেলো। আন্দোলন তো হলো না। এখন এটা তাদের দিবাস্বপ্ন। তাদের এই দিবাস্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই।

কাদের বলেন, তাদের  আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।  এই আন্দোলনে বিএনপির কর্মীরা এতোটাই হতাশ, কর্মীরাও নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। সে কারণে বিএনপির কর্মসূচিতে নেতা-কর্মীরাও সেভাবে আসে না। 

ডোনাল্ড লু প্রসঙ্গ:

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র বাংলাদেশ সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা কাউকে দাওয়াত করে আনিনি। দুই দেশের বিভিন্ন বিষয়ে কথা বলতে এসেছেন ডোনাল্ড লু। তাকে নিয়ে এতো মাতামাতি কেন? আমরা কোনো দেশের স্যাংকশন বা ভিসানীতি কেয়ার করি না।

সেতুমন্ত্রী বলেন, ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও তাদের ভিসা নীতিসহ কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না। তিনি কোনো মন্ত্রীও নন।