দাবি আদায়ের নামে জ্বালাও-পোড়াও ভাল নয়: জামায়াতের নায়েবে আমির

দাবি আদায়ের নামে জ্বালাও-পোড়াও বা ধংসাত্মক কর্মকাণ্ড করা দেশ ও জাতির জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়নের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অধিকার আদায়ে সংশ্লিষ্ট সবার প্রথমে আলাপ-আলোচনা করা উচিত। দাবি আদায়ের নামে জ্বালাও-পোড়াও বা ধংসাত্মক কর্মকাণ্ড করা দেশ ও জাতির জন্য ভালো নয়। অধিকার আদায়ে সংশ্লিষ্ট সবার উচিত প্রথমে আলাপ-আলোচনা করা।

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ১৫ দফা দাবি তুলে ধরেন আয়োজকরা।
 
এসব দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে আগত অতিথিরা।