‘যারা অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন, তারা ৪০ লাখ আদিবাসীর ভোট পাবেন’

সংবিধানে ‘আদিবাসী’ অভিধা যুক্ত করে যারা তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে, আসন্ন নির্বাচনে তারাই ৪০ লাখ ক্ষুদ্র জাতিগোষ্ঠির ভোট পাবেন বলে জানিয়েছেন আদিবাসী ফোরামের নেতারা।

শুক্রবার (৩১ জানুয়ারি) শহীদ মিনারে সমাবেশ করে এই ঘোষণা দেন বক্তারা। এসময় ১৫ জানুয়ারি এনসিটিবির সামনে হামলার ঘটনায় দ্রুত সময়ে বিচার নিশ্চিত করাসহ শান্তিচুক্তি বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

‘আত্মমর্যাদা এ আত্মপরিচয়ের স্বীকৃতি আদায়ে আদিবাসীদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম জোরদার করুন’ শীর্ষক গণসমাবেশে ‘আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা’র বিচার চান বক্তারা।

গত ১৫ জানুয়ারি রাজধানীতে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে স্টুডেন্ট ফর সভরেন্টি নামক সংগঠনের হামলার তীব্র সমালোচনার করে বক্তারা  দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া, শান্তিচুক্তির বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির আহ্বান জানান।  

তা না হলে গণসমাবেশসহ লংমার্চের ঘোষণা দেয়া হবে জানিয়ে বক্তারা আরো বলেন, যারা তাদের অধিকার রক্ষায় কাজ করবে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৪০ লাখ ভোটার তাদেরই ভোট দেবে।

সমাবেশে সংহতি জানিয়ে টিআইবির প্রধান নির্বাহী ইখতেখারুজ্জামান বলেন, ‘এই আন্দোলন একটি গোষ্ঠীর নয় বরং প্রতিটি মানুষের আন্দোলন।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘প্রধান উপদেষ্টা নিজেও ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করেছেন, কিন্তু তিনি কেন এখন সেই অবস্থা থেকে সরে গেছেন?’

সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান বলেন, স্বৈরতন্ত্রের বিকল্প মবতন্ত্র হতে পারে না।