আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে মনোনায়ন পেয়েছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে শামীম সাঈদী ও মাসুদ সাঈদী। অপর আসনে প্রার্থী হচ্ছেন দলটির মঠবাড়িয়া উপজেলা আমির ও সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরিফ আব্দুল জলিল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভান্ডারিয়া ইসলামি ফাউন্ডেশন অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিমিয় সভায় পিরোজপুর জেলার ৩টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
পিরোজপুর-১ আসন থেকে আল্লামা সাঈদীর সেজ ছেলে মাসুদ সাঈদী ও পিরোজপুর-২ আসন থেকে তার মেজ ছেলে শামীম সাঈদী নির্বাচন করবেন। অপরদিকে পিরোজপুর-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে অধ্যাপক শরিফ আব্দুল জলিলকে।
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুরসহ সারাবিশ্বে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার পরিবারের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জামায়াত তার দুই ছেলেকে প্রার্থী ঘোষণা করেছে।’
মাসুদ সাঈদী বলেন, ‘জামায়াত আমাদের দুই ভাইকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী মনোনীত করে যে দায়িত্ব দিয়েছে, তা আমানতদারিতার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। জনগণের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। পিতার মতোই সব মানুষের পাশে থাকতে চাই। পিরোজপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তরুণ নেতৃত্বকে এগিয়ে নেয়া এবং সর্বস্তরে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা কায়েম করাই আমাদের লক্ষ্য।’
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকরুদ্দিন খান রাজীব এবং সংশ্লিষ্ট নেতারা।