ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পটুয়াখালীর ৪টি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত 

পটুয়াখালী-২ (বাউফল) থেকে মনোনীত হয়েছেন ঢাকা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম।

বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

ঘোষিত প্রার্থীরা হলেন- পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসন থেকে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান। পটুয়াখালী-২ (বাউফল) থেকে মনোনীত হয়েছেন ঢাকা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সংগঠনটির সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম এবং পটুয়াখালী-৪ (কলাপাড়া- রাঙ্গাবালী) থেকে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাওয়ুম প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারী। সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জামায়াতের বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযী, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেনসহ দলটির অন্যান্য নেতারা।

AHA
আরও পড়ুন