ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রতে (টিএসসি) নারীদের সম্মানে একটি বিশেষ ট্রিবিউট অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (৮ মার্চ) টিএসসিতে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অনুষ্ঠান চলমান থাকবে।
‘অদম্য নারী, শক্তিতে অজেয়’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার সংগ্রামী নারী ও জুলাইয়ের নারী শহীদ, আন্দোলনকারীদের প্রতি একটি বিশেষ ট্রিবিউট অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্রদল।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য ১৫টি প্রকাশনীর পক্ষ থেকে বইয়ের স্টল থাকবে। এ অনুষ্ঠান উপলক্ষ্যে প্রতিটি স্টলে ২৫% ছাড়ে বই বিক্রয় করবে প্রকাশনীগুলো। অনুষ্ঠানস্থলে আরও থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তাদের জন্য ১০টি স্টল (বিভিন্ন ক্যাটাগরিতে)।
এর পাশাপাশি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যে কোনো নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত সুযোগ রাখা হবে, যাতে করে তারা মুক্তভাবে তাদের আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে বক্তব্য প্রদান করতে পারেন৷ আলোচনা সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় উপহার ও ইফতার বক্স।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম গণমাধ্যমকে বলেন, ‘দেশে চলমান নারী সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান বরাবর স্পষ্ট। এই আয়োজনের মধ্যে সর্বস্তরের নারীদের শ্রদ্ধাজ্ঞাপন করব আমরা। অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠ জারি রাখতে আমরা তাদের পাশে থাকতে বদ্ধপরিকর।’