কর্মসূচি স্থগিত করে ইসি ছাড়লো ছাত্রদল

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

তিনটি সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আশ্বস্ত হয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আশ্বাস পাওয়া গেছে। এ কারণে আপাতত কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা আমাদের তিনটি অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন থেকে আশ্বস্ত হয়েছি। আমরা আরও আশ্বস্ত হতে চাই। নির্বাচন কমিশন আমাদের অনুরোধ করেছে, যেন আজকের মতো কর্মসূচি এখানেই স্থগিত করি। সেই প্রেক্ষিতেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা সাময়িকভাবে এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি।’

তিনি বলেন, নির্বাচন কমিশনের সামনে গত দুই দিনের অবস্থান কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। ছাত্রদল তাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষায় মাঠে থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

FJ
আরও পড়ুন