‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের করা ক্ষমা চাওয়ার আহ্বানের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিজের অবস্থানে অনড় থেকে আবারো একই কথা বলেছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘দাবি পূরণ হওয়ার পরও জুলাই যোদ্ধা নাম ব্যবহার করে একটি দল গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বানচালের চেষ্টা করেছিল।’
আগের মতোই বক্তব্যে তিনি পুনরায় উল্লেখ করেন, ‘জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিছু আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী জুলাই যোদ্ধা নাম ধারণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা অনুষ্ঠানটি কলঙ্কিত করার চেষ্টা করেছে।’
সালাহউদ্দিন অভিযোগ করেন, তার বক্তব্যকে বিকৃত করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি ‘জুলাই যোদ্ধাদের’ আওয়ামী লীগের দোসর বলেছেন।
এর আগে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে কয়েক শ ব্যক্তি। পুলিশ তাদের সরিয়ে দিলে পরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংঘর্ষ হয়।
সেই ঘটনার পর সালাহউদ্দিন সকালে সাংবাদিকদের বলেন, ‘বিশৃঙ্খলায় অংশ নেওয়া কিছু উচ্ছৃঙ্খল লোক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বাহিনী হিসেবে কাজ করেছে। প্রকৃত জুলাই যোদ্ধারা এর সঙ্গে জড়িত নন।’
এই মন্তব্যের পর এনসিপি দুপুরে সংবাদ সম্মেলন করে সালাহউদ্দিনের বক্তব্য প্রত্যাহার ও জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। নাহিদ ইসলাম বলেন, ‘তিনি হয়তো ভুল তথ্যের ভিত্তিতে মন্তব্য করেছেন, কারণ তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না।’
তবে বিকেলে প্রকৌশলীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’-এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সালাহউদ্দিন সেই আহ্বানের প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, ‘আজ একটি দল সংবাদ সম্মেলনে আমাকে ক্ষমা চাইতে বলেছে। কিন্তু আমি বুঝতে পারছি না কেন জুলাই যোদ্ধারা নিজেরাই সংসদে হওয়া বিশৃঙ্খলার দায় নিচ্ছেন। আমি তো বলেছি, প্রকৃত জুলাই অভ্যুত্থানের কোনো সংগঠন বা ব্যক্তি এ ঘটনায় জড়িত নয়।’
তিনি আরও জানান, জুলাই যোদ্ধাদের এক সংগঠন তার সঙ্গে যোগাযোগের পর সনদের পঞ্চম দফা সংশোধন করা হয়। সেই দফায় এখন বলা হয়েছে, ‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা হবে, আহতদের বীরের মর্যাদা ও ক্ষতিপূরণ দেওয়া হবে।’
বিএনপি নেতা বলেন, ‘তারা উদ্বিগ্ন ছিলেন যেন তাদের কোনোভাবে অভিযুক্ত না করা হয়। আমি তাদের আশ্বস্ত করেছি, জনগণের পক্ষের শক্তিকে অভিযুক্ত করার প্রশ্নই আসে না।’
এ সময় সালাহউদ্দিন অভিযোগ করেন, ‘যারা পরোক্ষভাবে বর্তমান সরকারের সুবিধা ভোগ করছেন, তারা কোনো নির্বাচন চান না। কিছু রাজনৈতিক শক্তি রয়েছে যারা বিলম্বিত নির্বাচনে নিজেদের সুবিধা খুঁজছে।’
এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘রাজনীতিতে তাদের আরো অভিজ্ঞ হতে হবে। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তাদের রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা জরুরি।’
শেষে সালাহউদ্দিন বলেন, ‘আমরা যেন রাজনীতিতে ভালো উদাহরণ সৃষ্টি করতে পারি এটাই লক্ষ্য হওয়া উচিত। মানুষকে ভালো রাজনীতি, ভালো গণতান্ত্রিক সংস্কৃতি দেখাতে হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী এ এন এইচ আখতার হোসেন এবং সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।