ইসির সঙ্গে জামায়াতের বৈঠক চলছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধিদল। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টা ১০মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এছাড়াও জামায়াতের যেসব নেতারা উপস্থিত রয়েছেন— ড. হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী। নূরুল ইসলাম বুলবুল, আমির ঢাকা মহানগর দক্ষিণ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেলিম উদ্দীন, আমির ঢাকা মহানগর উত্তর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।