সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকার ব্যর্থ হয়েছে: জামায়াতে ইসলামী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার এখনো দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনে গৃহীত এক প্রস্তাবে এই উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

শূরার অধিবেশনে গৃহীত প্রস্তাবে বলা হয়, আগামী ফেব্রুয়ারি মাসে সরকার একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। কিন্তু এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। আট দলীয় জোটের পক্ষ থেকে আগে থেকেই পিআর (সমানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন, বিগত সরকারের বিচার এবং আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিতের দাবি জানানো হয়েছিল। সরকার এসব দাবি পাশ কাটিয়ে তড়িঘড়ি নির্বাচনের ঘোষণা দেওয়ায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

জামায়াতের প্রশ্ন, একই দিনে নির্বাচন ও গণভোট হলে কোন ফলাফল আগে ঘোষণা করা হবে? যদি জনগণ গণভোটে সংস্কারের বিপক্ষে রায় দেয়, তবে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের বৈধতা বা অবস্থান কী হবে? এমন পরিস্থিতিতে জামায়াত নেতাকর্মীদের গণভোটে ‘সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট’ দেওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে টেকসই গণতন্ত্রের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মত দিয়েছে দলটি।

রাজনৈতিক পরিবেশ নিয়ে শূরার প্রস্তাবে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ও তার শরিকদের প্রকাশ্য রাজনীতি স্থগিত থাকলেও তারা গোপনে নাশকতার চেষ্টা করছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে।

প্রস্তাবে উল্লেখ করা হয়, গত ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে জামায়াতের মিছিলে সন্ত্রাসীদের হামলায় ৬০-৭০ জন কর্মী আহত হন। এছাড়া সাম্প্রতিক সময়ে চাঁদপুর, নোয়াখালী, জামালপুর, ফেনী, নওগাঁ, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, গাইবান্ধা ও ঝিনাইদহসহ বিভিন্ন জায়গায় ‘বিএনপির সন্ত্রাসীরা’ জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।

গণমাধ্যমের সমালোচনা করে বলা হয়, ঈশ্বরদীর ঘটনায় হামলাকারীরা অস্ত্রধারী হলেও দুটি পত্রিকায় ‘পিস্তল হাতে ভাইরাল যুবক জামায়াত কর্মী’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা ‘ভিত্তিহীন তথ্য সন্ত্রাস’।

মানিকগঞ্জের বাউল আবুল সরকারের ইসলামবিরোধী মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে মজলিসে শূরা। তাকে ‘পলাতক আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে দ্রুত উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।

পরিশেষে, নির্বাচন উপযোগী পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং ৮ দলীয় জোটের ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

DR
আরও পড়ুন