ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তৃতীয় মেয়াদে জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তিনি শপথ নেন।

দলের গঠনতন্ত্র অনুযায়ী, নবনির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এ টি এম মা’ছুম। শপথ গ্রহণ অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় মজলিসে শূরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ডা. শফিকুর রহমানের তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশন জানায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে দলের রুকনরা (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৬-২০২৮ সেশনের জন্য আমির নির্বাচিত হন তিনি। ১ নভেম্বর রাতে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসে এর আগে টানা তিনবার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র দুজন। তারা হলেন- সাবেক আমির অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামী। এবার সেই তালিকায় যুক্ত হলেন ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তার বাবা মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মা মরহুমা খাতিরুন নেছা। শিক্ষাজীবনে তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

রাজনীতির শুরুতে তিনি জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন (১৯৭৩)। পরবর্তীতে ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর তিনি সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে দলের সেক্রেটারি জেনারেল এবং ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবারের মতো আমির নির্বাচিত হন। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে এবং এবার তৃতীয়বারের মতো দলের শীর্ষ নেতৃত্বে এলেন তিনি।

DR
আরও পড়ুন