রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে জামায়াত আমির জানান, ‘ঢাকা ও নরসিংদীতে দুই শিশুসহ কমপক্ষে ছয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিক এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় তিনশর কাছাকাছি মানুষ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আমি এই মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
ডা. শফিকুর রহমান নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন ‘আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহত ও নিহতদের পরিবারকে সবরে জামিল দান করুন।’
আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং নিহত-আহত পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। পাশাপাশি তিনি দ্রুত আহতদের সুস্থতা কামনা করেন।
বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা তদারকি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে আরও সচেতন করা সরকারের দায়িত্ব।’ দেশের মানুষ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।