ঢাকা
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৫৪ বছরে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: পরওয়ার

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আগামী নির্বাচনে জাতি তাদের ‘লাল কার্ড’ দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘বিগত ৫৪ বছরের শাসনামলে রাষ্ট্রের শাসনব্যবস্থা, অর্থনীতি, বিচার বিভাগ, কৃষি, শিক্ষা ও সংস্কৃতিসহ কোনো ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বিভিন্ন সময়ের সরকার দুর্নীতি, চাঁদাবাজি ও ভিন্নমতের ওপর নির্যাতন চালিয়ে জনদুর্ভোগ বাড়িয়েছে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘যারা ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের আমলের দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম-নির্যাতন ও টাকা পাচারের দায় কে নেবে। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও মাঠ দখল, বাজার-ঘাটের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আগের ধারার মতোই চলছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘জনগণ এখন পরিবর্তন চায়। পুরোনো রাজনৈতিক ধারা, দুর্নীতি ও দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। ‘উই নিড চেঞ্জ’ আর এই কাঙ্ক্ষিত পরিবর্তন কেবল জামায়াতই আনতে পারবে।’

দলের আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে সেক্রেটারি জেনারেল বলেন, ‘রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতের এমপি-মন্ত্রীরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট বা বিশেষ সুবিধা নেবেন না। অন্য দলের নেতারা এমন প্রতিশ্রুতি দিতে পারেন না। এছাড়া উন্নয়ন খাতের বরাদ্দ জনগণের সামনে প্রকাশ করে জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করবে জামায়াত।’

সমাবেশে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘ভয় পাবেন না। আপনারা যেমন নৌকা, ধানের শীষ বা লাঙলে ভোট দিতে পারেন, তেমনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অধিকারও আপনাদের আছে।’

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোক্তার হুসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, ডুমুরিয়া হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, রাকসুর হল সংসদের ভিপি আহমদ আহসান উল্লাহ ফারহানসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা।

DR
আরও পড়ুন