পটুয়াখালীতে ওয়াজ করতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী। আগামী ২৫ জানুয়ারি সেখানে যাবেন তিনি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান তাফসির মাহফিল বাস্তবায়ন কমিটি। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।
পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল আহসান।
এসময় তিনি জানান, আগামী ২৫ জানুয়ারি (শনিবার) দুপুর ২টায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালী ঝাউতলা সংলগ্ন শহিদ মিনার মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে পবিত্র কোরআনুল কারিমের তাফসির পেশ করবেন জনপ্রিয় ইসলামি আলোচক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির ড. মিজানুর রহমান আজহারী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জাতীয় ছাত্রনেতা, বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও দেশের বরেণ্য আরও অনেক মুফাসসিরগণ তাফসির পেশ করবেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শায়েখ ড. মিজানুর রহমান আজহারী এবার অত্যন্ত সংক্ষিপ্ত প্রোগ্রাম সূচি দিয়েছেন। দেশে মাত্র ৮টি প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর কৃতিসন্তান ড. শফিকুল ইসলাম মাসুদের আন্তরিক প্রচেষ্টায় তিনি পটুয়াখালীবাসীকে একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন।
তিনি আরও জানান, তাফসিরুল কোরআন মাহফিলে মা-বোনদের বসার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। মাহফিলের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবেন সহস্রাধিক স্বেচ্ছাসেবক।
ঐতিহাসিক এ তাফসিরুল কোরআন মাহফিল সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা।