ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চট্টগ্রামে আজহারীর মাহফিল আজ

২০০৬ সালে চট্টগ্রাম নগরের প্যারেড মাঠে সর্বশেষ তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল। ওই মাহফিলে তাফসির রেখেছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:২০ এএম

চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। ৩১ জানুয়ারি পর্যন্ত এ মাহফিল চলবে। মাহফিলে প্রতিদিন তাফসির করবেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

সোমবার (২৭ জানুয়ারি) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ মাহফিল শুরু হবে। 

সোমবার মাহফিলের উদ্বোধনীতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আয়োজন সূত্র জানিয়েছে। এছাড়া ইসলামী বক্তা সাইয়েদ কামাল উদ্দিন জাফরীসহ কয়েকজন ইসলামী বক্তা এদিন উপস্থিত থাকবেন। 

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের জানান, তাফসিরুল কোরআন মাহফিল সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরবাসীর মধ্যে মাহফিল নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ২০০৬ সালে চট্টগ্রাম নগরের প্যারেড মাঠে সর্বশেষ তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল। ওই মাহফিলে তাফসির করেছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।

আয়োজন সূত্র জানিয়েছে, প্যারেড ময়দানে (চট্টগ্রাম কলেজ মাঠ) মাহফিলের মূল প্যান্ডেলে পুরুষ শ্রোতাদের জন্য বসার ব্যবস্থা থাকবে। এছাড়া অতিথি ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। শৃঙ্খলা রক্ষায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

AA
আরও পড়ুন