তারাবি পবিত্র রমজান মাসের বিশেষ ইবাদত। এ নামাজের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে হাদিস শরিফে। তারাবির নামাজ ধীরে স্বস্তিতে পড়তে হয়। আমাদের দেশের মসজিদগুলোতে দ্রুত তারাবির নামাজ আদায় করা হয়।
তারাবির নামাজে দ্রুত কোরআনে কারিম তেলাওয়াতের সমালোচনা করেছেন বিশিষ্ট আলেম ও মুফাসসির মাওলানা মিজানুর রহমান আজহারী। দ্রুত তেলাওয়াতকে তিনি ‘ফাইভ জি’ এর সঙ্গে তুলনা করে এ থেকে বেরিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার (৯ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরের চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দেশে ফাইভ জি স্পিডে কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজ আদায়’ করার বিষয়ে ড. মিজানুর রহমান আজহারী বলেন, ‘এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত। এর ফলে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা সম্ভব হয় না এবং ভুল ভ্রান্তির আশঙ্কা থাকে।’
ড. আজহারী এ সময় পবিত্র কোরআনের সুরা আত-ত্বীন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘আল্লাহ তাআলা এই সুরায় দুইটি ফল ও দুটি পবিত্র স্থান নিয়ে কসম করেছেন। ত্বীন (ডুমুর জাতীয় মিষ্টি ফল) এবং জয়তুন (জলপাই) ফল, মক্কা নগরী এবং সিনাই পর্বত—এসবই আল্লাহর কসমের বিষয়। তিনি জলপাই তেলের ঔষধি গুণের কথাও উল্লেখ করেন।’
ড. আজহারী আরও বলেন, ‘সুরা আত-ত্বীনে শাম নগরী বা সিরিয়া থেকে আল আকসা পর্যন্ত অঞ্চলের বরকত সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেছেন, যেখানে ঈসা (আ.)-সহ তিন নবীর পবিত্র জন্মস্থান অবস্থিত।’
ইফতার মাহফিলে বিশেষ আলোচক ছিলেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর হু. মাওলানা মোশতাক ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন মো. নাসিম, ইসমাইল হেসেন, মুকুল হোসেন, দাতু ইয়াছিন ও মো. আনোয়ার।
‘ক্রিমিনাল ফেন্ডলি’ আইন ধর্ষকের সাহস তৈরি করে: আজহারী
বাংলাদেশে ব্লাসফেমি আইন চান আজহারী