মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা করবে ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। তবে বাংলাদেশে শনিবার (৭ জুন) পালিত হতে পারে ঈদুল আজহা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ৬ জুন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে জ্যোতির্বিদ্যা সংস্থাগুলো। কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের সৌরজগত সংক্রান্ত গবেষণা কেন্দ্র এবং আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, জিলহজ মাসের চাঁদ ২৭ মে দেখা যাবে। অতএব, ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ৬ জুন ঈদুল আজহা পালিত হবে। এই হিসাব অনুযায়ী, ৫ জুন আরাফাত দিবস হবে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যাকেন্দ্রের (আইএসি) বরাতে টাইম অ্যান্ড ডেট ডটকম এবং রোয়া নিউজের প্রতেবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ২০২৫ সালের ঈদুল আজহা সম্ভাব্যভাবে ৬ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। তবে, চূড়ান্ত তারিখ জানার জন্য চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত সৌদি আরবের পরদিন (জিলকদের ২৯ তারিখ) চাঁদ দেখা হয়। এই অঞ্চলে ২৮ মে বুধবার চাঁদ দেখার চেষ্টা করা হবে। যদি ওইদিন চাঁদ দেখা যায়, তাহলে ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার উপর নির্ভর করে এবং ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণার মাধ্যমে তা নিশ্চিত করা হবে। যদি ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি ২৮ মে চাঁদ না দেখে, তাহলে জিলকদ ৩০ দিনে পূর্ণ হবে এবং ৩০ মে থেকে জিলহজের গণনা শুরু হবে। সেই হিসেবে ৮ জুন, রোববার ঈদুল আজহা পালিত হবে বাংলাদেশে।
এদিকে, বাংলাদেশ সরকার ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। ছুটি শুরু হবে ৫ জুন থেকে এবং চলবে ১৪ জুন পর্যন্ত। সরকারি দপ্তরের কর্মঘণ্টা পূরণে ১৭ ও ২৪ মে, উভয় শনিবার অফিস খোলা থাকবে।
ঈদুল আজহা হজের পরপরই পালিত হয় এবং এটি মুসলিমদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন, যা ত্যাগ ও আনুগত্যের প্রতীক।