দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ২০২৬ সালের রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।
ঢাকার জন্য সময়সূচি
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকা জেলার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে:
- সেহরির শেষ সময়: ভোর ৫টা ১২ মিনিট
- ইফতারের সময়: সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট
জেলাভেদে সময়ের পার্থক্য
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থান ও দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সময়ের কিছুটা পার্থক্য হবে। ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে অথবা বিয়োগ করে দেশের অন্যান্য জেলাগুলোর মানুষ সেহরি ও ইফতার করবেন। প্রতিটি জেলার জন্য আলাদা সময়সূচিও স্থানীয়ভাবে বিতরণ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ
প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী এ বছর রমজানের আরও কিছু সম্ভাব্য তারিখ হলো:
- শবে কদর (২৭ রমজান): ১৭ মার্চ ২০২৬ (মঙ্গলবার দিবাগত রাত)।
- ঈদুল ফিতর: ২০ বা ২১ মার্চ ২০২৬ (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
উল্লেখ্য যে, হিজরি মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চাঁদ দেখার প্রেক্ষিতে এই সময়সূচি একদিন আগে-পরে হতে পারে। বর্তমানে মুসলিম বিশ্ব রজব মাস অতিবাহিত করছে এবং রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছে।
পবিত্র শবে বরাতের রোজা কবে ও কয়টি?
