জনগণের আবেগকে উস্কে দেয়ার অধিকার কারো নেই: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ধর্মের অপব্যাখ্যা করে জনগণের আবেগকে উস্কে দেয়ার অধিকার কারো নেই।’ তিনি সতর্ক করে বলেন, ‘ইসলাম নিয়ে কোনো মন্তব্য করতে হলে তা আলেমদের ঐক্যমতের ভিত্তিতেই করতে হবে, অন্যথায় সমাজে সংঘাত অনিবার্য হয়ে উঠবে।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের চরমোনাই দরবারে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে আয়োজিত শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রীয় কাঠামো গঠনে সৎ ও আদর্শিক নেতৃত্বের ওপর জোর দিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কেবল একজন মন্ত্রী বা উপদেষ্টা দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। অন্তরে তাকওয়া ও সততা সম্পন্ন আদর্শিক নেতৃত্বই রাষ্ট্রীয় কাঠামো গঠনের মূল শর্ত।’

তিনি আরও বলেন, ‘পার্লামেন্টে যদি অন্তত ২০০টি আসন আদর্শিক ও নীতিবান মানুষদের দ্বারা পূরণ হয়, তবেই রাষ্ট্র গঠন ও পরিবর্তন সম্ভব। বর্তমান বিধি পরিবর্তন করতে হলে জনগণকে এমন প্রতিনিধি নির্বাচন করতে হবে, যারা সত্যিকার অর্থে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী।’

আলেম সমাজকে সমাজের শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করে ড. খালিদ হোসেন বলেন, ‘জনগণের সঙ্গে আলেমদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে এগোচ্ছে এবং ভবিষ্যতে জাতি নতুন পথের সন্ধান পাবে।

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিশিষ্ট উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।