বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে পরিবেশবান্ধব পরিবহনের নতুন দিশা দেখাচ্ছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। দেশটির প্রতিশ্রুতিশীল স্টার্টআপ ‘বাকো মোটরস’ (Bako Motors) এমন এক বৈদ্যুতিক গাড়ি উদ্ভাবন করেছে, যা চার্জ দেওয়ার জন্য প্রচলিত বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভর না করে সরাসরি সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করতে পারে।
বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির প্রধান চ্যালেঞ্জ হলো পর্যাপ্ত চার্জিং স্টেশনের অভাব। এই সমস্যার সমাধানে বাকো মোটরস তাদের গাড়ির ছাদে উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আবু বকর সিয়ালা জানান, তাদের তৈরি গাড়িগুলো দিনের বেলা চলাচল বা পার্কিংয়ে থাকা অবস্থায় সূর্য থেকেই ব্যাটারি চার্জ করে নেয়।
প্রতিষ্ঠানটি বর্তমানে ‘বি-ভ্যান’ (B-Van) এবং ‘বি’ (B) মডেলের দুটি গাড়ি বাজারজাত করছে। বাণিজ্যিক কাজে ব্যবহারের উপযোগী বি-ভ্যানটি প্রতিদিন কেবল সৌরশক্তি ব্যবহার করেই প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। হিসাব অনুযায়ী, এটি বছরে প্রায় ১৭ হাজার কিলোমিটার বিনামূল্যে পথ চলার সমান। বর্তমানে লিথিয়াম ব্যাটারিচালিত এই গাড়িগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০০ থেকে ৮ হাজার ৫০০ ডলারের মধ্যে, যা আন্তর্জাতিক বাজারে থাকা অন্যান্য সোলার গাড়ির তুলনায় বেশ সাশ্রয়ী।
বাকো মোটরস কেবল প্রযুক্তিতেই নয়, স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখছে। প্রতিটি গাড়ির প্রায় ৪০ শতাংশ যন্ত্রাংশ ও কাঁচামাল তিউনিসিয়ার অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হয়, যা স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করছে। বিশেষজ্ঞ মহলের মতে, আফ্রিকার যেসব অঞ্চলে বিদ্যুৎ সংযোগের সীমাবদ্ধতা রয়েছে, সেখানে এই সৌর গাড়ি এক বিশাল পরিবর্তনের সূচনা করবে।
২০২৬ সালের মধ্যে বড় পরিসরে বাণিজ্যিক উৎপাদন শুরুর পরিকল্পনা নিয়েছে বাকো মোটরস। তাদের লক্ষ্য প্রতি বছর প্রায় ৮ হাজার যানবাহন তৈরি করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে সরবরাহ করা। তিউনিসিয়ার এই উদ্ভাবন প্রমাণ করছে যে, সীমিত সম্পদেও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে জ্বালানি সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব।
সূত্র: সিএনএন