রোবট কি মানুষের বিকল্প হবে

বিজ্ঞানের কল্যাণে আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে আধুনিক হচ্ছে পৃথিবী। প্রযুক্তি এখন দৈনন্দিন কাজের জন্য অনিবার্য। আধুনিক প্রযুক্তির যে অংশটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা বর্তমান পৃথিবীতে, সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সোজা ভাষায় যাকে আমরা বলে থাকি রোবট। 

সম্প্রতি চীনের মানবাকৃতির রোবট নিয়ে অনেক বিতর্ক আছে। এসব রোবট মানব কর্মীদের প্রতিস্থাপন করবে না বলে জানিয়েছে বেইজিংয়ের এক কর্মকর্তা। কয়েক বছর ধরে শ্রমিকের বিকল্প হিসেবে রোবট স্থাপনের জন্য বিতর্ক চলছে। চীনের বিভিন্ন কারখানায় এসব রোবট মানব কর্মীদের প্রতিস্থাপন করবে কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এসব রোবটের কারেণ ব্যাপক বেকারত্ব সৃষ্টি হতে পারে বলে মনে হচ্ছে।

অন্যদিকে বেইজিংয়ের একটি প্রযুক্তিকেন্দ্রের তত্ত্বাবধানকারী এক চীনা কর্মকর্তা ভিন্ন মতামত দিয়েছেন। রোবট খাতের দ্রুত সম্প্রসারণ ও রাষ্ট্রীয় তহবিল প্রদানের বিষয়ে চীন আরও বড় আকারে কাজ করছে বলে জানা গেছে। 

বর্তমানে চীনের বৃহত্তম প্রযুক্তিকেন্দ্রের মধ্যে অন্যতম বেইজিং অর্থনৈতিক-প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চল। এই সংস্থার উপপরিচালক লিয়াং লিয়াং বলেন, রোবট তাদের মানব স্রষ্টাকে প্রতিস্থাপন করবে না। এসব রোবট আসলে কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি করবে ও বিপজ্জনক পরিবেশে কাজ করতে ব্যবহার করা হবে। আমরা বিশ্বাস করি না, এসব রোবট মানুষকে বেকার করতে পারে। এসব রোবট দক্ষতা বৃদ্ধি করার কাজে বা এমন কাজ করবে, যা মানুষ করতে অনিচ্ছুক। বিশাল মহাবিশ্ব বা সমুদ্রের গভীরতা অন্বেষণ করতে এসব রোবট ব্যবহার করা হবে। যেখানে মানুষ যেতে পারবে না, মেশিন সেই অনুসন্ধানে আমাদের সহায়তা করতে পারে।

এই বিষয়ে লিয়াং আরও বলেন, যখন রাত হয় ও মানুষের বিশ্রামের প্রয়োজন হয়, তখন মেশিন কাজ চালিয়ে যেতে পারে। আমাদের আরও ভালো, সস্তা এবং আরও ব্যবহারকারীবান্ধব পণ্য সরবরাহ করতে পারে, এমন রোবট তৈরি করা প্রয়োজন। আমরা ভবিষ্যতের উন্নয়নের জন্য কাজ করছি। সূত্র: রয়টার্স