কম্পিউটার বারবার হ্যাং করছে? জেনে নিন সম্ভাব্য কারণ ও সমাধান

আজকের দিনে কাজ থেকে বিনোদন-সবকিছুতেই ভরসা কম্পিউটার। কিন্তু হুটহাট হ্যাং হয়ে গেলে ব্যবহারকারীর বিরক্তি চরমে পৌঁছায়। বিশেষজ্ঞদের মতে, পিসি হ্যাং হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে।

র‌্যাম ও প্রসেসর সমস্যা
কম্পিউটার যখন র‌্যামের তুলনায় অনেক বেশি কাজের চাপ নেয়, তখন ‘ইন্টারনাল হ্যাং’ হয়ে যায়। র‌্যামের পরিমাণ কম অথচ একসঙ্গে বড় আকারের কয়েকটি প্রোগ্রাম সচল থাকলে হ্যাং অনিবার্য।

হার্ডওয়্যার ত্রুটি
হার্ডডিস্ক ও প্রসেসরের সংযোগে সমস্যা থাকলে, কিংবা হার্ডডিস্কে ‘ব্যাড সেক্টর’ তৈরি হলে বারবার হ্যাং হতে পারে। এছাড়া কুলিং ফ্যান সঠিকভাবে না ঘোরলেও প্রসেসর অতিরিক্ত গরম হয়ে পিসি অকার্যকর হয়ে পড়ে।

অপারেটিং সিস্টেম সমস্যা
সিস্টেম ফাইল নষ্ট বা ডিলিট হয়ে গেলে অপারেটিং সিস্টেম ঠিকভাবে কাজ করে না, ফলে পিসি একসময় পুরোপুরি অকার্যকর হয়ে যায়।

ভাইরাস আক্রমণ
অজ্ঞাতে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে হ্যাকিংয়ের ঝুঁকি তৈরি হয়। ভাইরাস সিস্টেম ফাইলের কার্যপদ্ধতি বন্ধ করে দিয়ে হঠাৎ হ্যাংয়ের কারণ হয়। তাই নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ব্যবহার করা জরুরি।

হাই গ্রাফিকস গেম ও অগোছালো ফাইল
ভারী গ্রাফিকস গেম খেলতে গেলে র‌্যাম সম্পূর্ণ লোড হয়ে যায়, তখনও হ্যাং হওয়ার প্রবণতা দেখা দেয়। আবার ফাইলগুলো অগোছালো থাকলে সিস্টেম ধীরগতি হয়ে যায়।

সমাধান কী?
কম্পিউটার নিয়মিত রিফ্রেশ করুন, অপ্রয়োজনীয় প্রোগ্রাম একসঙ্গে চালু না রেখে র‌্যামের চাপ কমান। নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং প্রয়োজনে Run → tree কমান্ড দিয়ে সিস্টেম স্ক্যান করে নিতে পারেন।