ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইনস্টাগ্রামে চালু হয়েছে নতুন ম্যাপ ফিচার

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১১:১৩ এএম

ইনস্টাগ্রাম যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য একটি নতুন ম্যাপ ফিচার চালু করেছে। এতে ব্যবহারকারীরা তাদের সাম্প্রতিক অবস্থান বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এবং লোকেশনভিত্তিক স্টোরি ও রিলস এক্সপ্লোর করতে পারবেন।

ভাইরাল সতর্কবার্তার পর ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, লোকেশন শেয়ারিং ডিফল্টভাবে বন্ধ থাকে এবং ব্যবহারকারী চাইলে তবেই তা চালু হবে।

ইনস্টাগ্রাম ম্যাপ: কী করে, আর কী করে না

ইনস্টাগ্রাম ম্যাপ ফিচার অ্যাক্সেস করতে মেসেজ অপশনে গিয়ে উপরের ম্যাপ বাটনে ট্যাপ করতে হবে। পপ-আপে জানানো হবে, লোকেশন শেয়ার না করলে কেউ আপনার অবস্থান দেখতে পারবে না।

মোসেরি বলেন, ম্যাপে নিজেকে দেখায় বলে অনেকেই ভাবেন অন্যরাও দেখতে পায়, যা ঠিক নয়। সেখানে লোকেশন ট্যাগ করা স্টোরি ও রিলস দেখা যায়, যা আগেও ছিল, এখন শুধু সহজে অ্যাক্সেসযোগ্য।

রিয়েল-টাইম লোকেশন আপডেট নয়

আপনি যদি ইনস্টাগ্রাম ম্যাপ লোকেশন শেয়ারিং চালু করেন, আপনার অবস্থান কেবল তখনই আপডেট হবে যখন আপনি অ্যাপটি চালু করবেন। এটি আপনার রিয়েল-টাইম লোকেশন স্ট্রিম করে না।

কীভাবে ইনস্টাগ্রাম ম্যাপ লোকেশন সেটিংস পরিবর্তন করবেন

ইনস্টাগ্রামে DMs পেজে গিয়ে উপরের ম্যাপ অপশনে ট্যাপ করুন। প্রথমবার ব্যবহার করলে একটি বার্তা দেখাবে-অবস্থান শেয়ার না করলে তা ব্যক্তিগত থাকবে। আপনি কার সঙ্গে অবস্থান শেয়ার করবেন তা বেছে নিতে পারবেন এবং পরে সেটিং পরিবর্তনও করতে পারবেন।

ইনস্টাগ্রাম ম্যাপে গোপনীয়তা রক্ষার টিপস

আপনি যেখানে আছেন সেখান থেকে বের হওয়ার পরেই স্টোরি বা রিলসে লোকেশন ট্যাগ করুন। নিয়মিত পর্যালোচনা করুন কারা আপনার লোকেশন দেখতে পারছে। ফিচারটি সক্রিয়ভাবে ব্যবহার না করলে লোকেশন শেয়ারিং বন্ধ রাখুন।

NB/SN
আরও পড়ুন