বাংলাদেশে দেখা যাবে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকেই দেখা যাবে মহাকাশের সেই চিত্র। এদিন পূর্ণিমার কর্ন মুনের সঙ্গে ঘটবে পূর্ণ চন্দ্রগ্রহণ। এর ফলে চাঁদ রূপ নেবে লালচে আভায়, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি হবে অন্যতম দর্শনীয় চন্দ্রঘটনা।
ঐতিহ্যগতভাবে ফসল তোলার মৌসুমকে কেন্দ্র করে এই পূর্ণিমাকে বলা হয় কর্ন মুন। এদিন চাঁদ আকাশে স্বাভাবিকের তুলনায় আরও উজ্জ্বল ও বড় দেখাবে। পৃথিবীর ছায়া ধীরে ধীরে চাঁদের ওপর পড়লে তা রক্তিম রঙ ধারণ করবে। জ্যোতির্বিদদের মতে, বাংলাদেশ থেকে এ গ্রহণ পুরোপুরি দেখা যাবে- যা জীবনে একবারই পাওয়া বিরল সুযোগ।
Blood Moon3
বাংলাদেশ সময় (BST) অনুযায়ী চন্দ্রগ্রহণের সময়সূচি-
- পেনামব্রাল ধাপ শুরু: রাত ৯টা ২৮ মিনিট, ৭ সেপ্টেম্বর
- পূর্ণ গ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট
- সর্বোচ্চ গ্রহণ: রাত ১২টা ১১ মিনিট, ৮ সেপ্টেম্বর
- পূর্ণ গ্রহণ শেষ: রাত ১২টা ৫২ মিনিট
- গ্রহণ সমাপ্তি: রাত ২টা ৫৫ মিনিট, ৮ সেপ্টেম্বর
পুরো ঘটনাটি স্থায়ী হবে পাঁচ ঘণ্টারও বেশি সময়। আকাশ মেঘমুক্ত থাকলে খালি চোখেই এ দৃশ্য উপভোগ করা যাবে, কোনো বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন নেই।
এই মহাজাগতিক দৃশ্য জ্যোতির্বিদ্যা অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ- সবাইকে উপহার দেবে এক স্মরণীয় রাত।