মোটরবাইকপ্রেমীদের জন্য এসেছে দারুণ খবর। জনপ্রিয় দুই স্পোর্টস বাইক Yamaha R3 ও MT-03 এখন আরও কম দামে পাওয়া যাচ্ছে। ভারত সরকারের নতুন জিএসটি (GST) স্ল্যাব পরিবর্তন অনুযায়ী, ৩৫০ সিসির নিচের মোটরসাইকেলের উপর কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এর ফলে বাজারে অনেক বাইকের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার মধ্যে Yamaha-র এই দুই প্রিমিয়াম বাইকও রয়েছে।
নতুন দামে Yamaha R3 ও MT-03
নতুন জিএসটি হার কার্যকর হওয়ার পর Yamaha R3-এর দাম প্রায় ২০ হাজার রুপি কমে এখন ৩.৩৯ লাখ রুপি, আর এর নেকেড ভার্সন MT-03 পাওয়া যাবে ৩.৩০ লাখ রুপিতে।
উল্লেখ্য, চলতি বছরে এটি দ্বিতীয়বারের মতো দাম কমালো Yamaha। এর আগে জানুয়ারি মাসে কোম্পানি এই দুটি বাইকের দাম এক ধাক্কায় ১.১০ লক্ষ রুপি পর্যন্ত কমিয়েছিল। এতে করে বাজারে তাদের প্রতিযোগিতা অনেক বেড়ে যায়।
ডিজাইন ও পারফরম্যান্স
R3 এবং MT-03 মূলত একই প্ল্যাটফর্মে তৈরি হলেও তাদের নকশা ও রাইডিং অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। Yamaha R3 একটি ফুল-ফেয়ারড স্পোর্টস বাইক, যা ট্র্যাক-ফোকাসড রাইডারদের জন্য আদর্শ। অপরদিকে MT-03 হলো নেকেড স্ট্রিটফাইটার ডিজাইনের বাইক, শহুরে রাইডিং ও দৈনন্দিন ব্যবহারে আরও উপযোগী।
দুই বাইকেই ব্যবহার করা হয়েছে ৩২১ সিসি টুইন-সিলিন্ডার লিকুইড-কুল্ড ইঞ্জিন, যা তার ক্যাটেগরিতে অন্যতম সেরা পারফরম্যান্স দেয়। এই ইঞ্জিন বিখ্যাত তার মসৃণ থ্রটল রেসপন্স, রিফাইনমেন্ট, ও হাই রেভ ক্যারেক্টারের জন্য। এর সঙ্গে যোগ হয়েছে সু-ব্যালান্সড চ্যাসি, যা কর্নারিংয়ের সময় দারুণ স্থিতিশীলতা দেয়।
মূল্যহ্রাসে প্রতিযোগিতা আরও তীব্র
বাজারে প্রথম আসার সময় Yamaha-র এই দুই বাইকের দাম ছিল Aprilia RS 457 এবং Tuono 457-এর মতো প্রতিদ্বন্দ্বী বাইকের তুলনায় অনেক বেশি। ফলে পারফরম্যান্সে ভালো হলেও, দামের কারণে অনেক ক্রেতা সরে গিয়েছিলেন।
তবে এবারের জিএসটি পরিবর্তনে Yamaha আবারও প্রতিযোগিতায় ফিরে এসেছে। এখন R3 এবং MT-03 এমন একটি দামে পাওয়া যাচ্ছে যা অনেক বাইকপ্রেমীর নাগালের মধ্যে।
বর্তমান দামে Yamaha R3 ও MT-03 নিঃসন্দেহে তাদের সেগমেন্টে অন্যতম আকর্ষণীয় বিকল্প। শক্তিশালী ইঞ্জিন, উন্নত চ্যাসি ও Yamaha-র নির্ভরযোগ্য ব্র্যান্ড ভ্যালু—সব মিলিয়ে এই দুই বাইক এখন ‘ভ্যালু ফর মানি’ অফার।
যারা ৩.৫০ লাখ রুপির মধ্যে একটি প্রিমিয়াম স্পোর্টস বা নেকেড বাইক খুঁজছেন, তাদের জন্য এখনই সঠিক সময় Yamaha শোরুমে যাওয়ার। নতুন জিএসটি স্ল্যাবে এই দুই বাইক নিঃসন্দেহে এক অসাধারণ ডিল!