২০২৬ সালের যেদিনটি থাকবে অলৌকিক অন্ধকারে ঢাকা!

২০২৬ সালে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ওই বছর ইউরোপের আকাশে দেখা মিলবে এমন এক দৃশ্য, যখন দিনের আলো ঢেকে যাবে ঘন অন্ধকারে। চাঁদ পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে, আর পৃথিবীর বুকে নেমে আসবে এক অলৌকিক অন্ধকার। এখন থেকেই শুরু হয়ে গেছে সেই বিশেষ দিনের কাউন্টডাউন।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে

২০২৬ সালের ১২ আগস্ট, বুধবার ঘটবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ওই দিন সূর্য, চাঁদ ও পৃথিবী এমনভাবে সারিবদ্ধ অবস্থানে থাকবে যে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করে ফেলবে। ফলে দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার দেখা যাবে ইউরোপের কিছু অংশে।

গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং রাশিয়ার উত্তরাঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে সবচেয়ে ভালোভাবে। গ্রহণের সময় কোথা থেকে দেখা হচ্ছে তার ওপর নির্ভর করবে দৃশ্যমান সময় ও মাত্রা।

Solar eclipse

পূর্ণগ্রাসের পথ

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবীর উপর দিয়ে যে রেখা বরাবর চাঁদের ছায়া পড়ে, সেটিই ‘পূর্ণগ্রাসের পথ’ নামে পরিচিত। ২০২৬ সালের এই গ্রহণে চাঁদের ছায়া প্রায় ৯৬ মিনিটে পৃথিবীর পৃষ্ঠে ২৯৩ কিলোমিটার পথ অতিক্রম করবে।

রাশিয়ার উত্তর দিক থেকে শুরু করে ছায়াটি ধীরে ধীরে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের দিকে অগ্রসর হবে। ওই সময়ে ২ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে পূর্ণগ্রাস মুহূর্ত এই সময়েই সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে থাকবে, আর পৃথিবীর আকাশে নেমে আসবে এক অদ্ভুত নীরব অন্ধকার।

আগের পূর্ণগ্রাসের স্মৃতি

এর আগেও ২০২৫ সালের ৮ এপ্রিল পৃথিবীর কয়েকটি দেশ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছিল। মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে দৃশ্যমান সেই গ্রহণ স্থায়ী হয়েছিল প্রায় ৪ মিনিট ২৭ সেকেন্ড।

মহাকাশ গবেষণা সংস্থা নাসা সেই গ্রহণের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে এবং গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে কী প্রভাব পড়ে তা পর্যবেক্ষণ করেছিল মহাকাশ থেকে।

Solar eclipse2

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কী

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলো এমন একটি বিরল মুহূর্ত, যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সম্পূর্ণভাবে সূর্যকে আড়াল করে ফেলে। সূর্য আকারে চাঁদের চেয়ে প্রায় ৪০০ গুণ বড়, কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্বও চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ বেশি। এই কারণেই দু’টি আকাশীয় বস্তুর আকার প্রায় সমান মনে হয়, আর চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে সক্ষম হয়।

তখন পৃথিবী থেকে দেখা যায় কেবল সূর্যের বাইরের করোনা বা পাতলা আলোকবলয় একটি রহস্যময় দৃশ্য, যা প্রকৃতির অন্যতম বিস্ময় হিসেবে বিবেচিত।

২০২৬ সালের ১২ আগস্ট সেই দৃশ্যের সাক্ষী হবে ইউরোপের আকাশ যেখানে দিনের আলোয় নেমে আসবে রাতের মতো অন্ধকার, আর চাঁদ ঢেকে দেবে সূর্যের জ্যোতি।