আন্তর্জাতিক গবেষক দল নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (TESS) ব্যবহার করে তিনটি পৃথিবীর মতো গ্রহ আবিষ্কার করেছে। এই গ্রহগুলো ঘুরছে টিওআই-২২৬৭ নামের একটি দ্বৈত তারকা ব্যবস্থার কক্ষপথে, যা পৃথিবী থেকে প্রায় ১৯০ আলোকবর্ষ দূরে অবস্থিত।
গবেষণা শুক্রবার (২৪ অক্টোবর) অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, টিওআই-২২৬৭-এর দুটি তারা একে অপরকে ঘিরে আবর্তন করছে এবং এর চারপাশে তিনটি পৃথিবী-আকারের গ্রহ আবিষ্কৃত হয়েছে।
গবেষণার প্রধান লেখক সেবাস্তিয়ান জুনিগা-ফার্নান্দেজ জানান, এটি প্রথম কোনো দ্বৈত তারকা ব্যবস্থা যেখানে দুই তারকার চারপাশেই গ্রহ প্রদক্ষিণ করছে। তিনি বলেন, ‘আগে মনে করা হতো, দুই তারকার উপস্থিতিতে জটিল গ্রহীয় ব্যবস্থা গড়ে ওঠা প্রায় অসম্ভব। কিন্তু এই আবিষ্কার সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে।’
গবেষকরা মনে করছেন, এই আবিষ্কার ভবিষ্যতের পর্যবেক্ষণ এবং গ্রহ গঠনের প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও উন্নত ভূমিভিত্তিক টেলিস্কোপ ব্যবহার করে আরও গভীর পর্যবেক্ষণ সম্ভব হবে।
গবেষণার সহনেতা ফ্রান্সিসকো পোজুয়েলোস বলেন, ‘এই ব্যবস্থা দেখাবে কীভাবে পাথুরে গ্রহগুলো কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ঠান্ডা ও ঘনিষ্ঠ তারকা যুগল, যেখানে উভয় তারকার চারপাশেই গ্রহ প্রদক্ষিণ করছে, যা বিরল।’
বিজ্ঞানীরা মনে করছেন, এই নতুন গ্রহগুলো মহাবিশ্বে গ্রহ গঠনের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আমাদের গ্যালাক্সিতে গ্রহের বৈচিত্র্য বোঝার ক্ষেত্রে বড় পদক্ষেপ হয়ে থাকবে।