আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)। এবারের আসরে অংশ নিতে বাংলাদেশ দলও প্রস্তুত হচ্ছে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (BdOSN) আয়োজনে গত ২৯-৩০ আগস্ট অনলাইন বাছাইপর্ব এবং ১২-১৩ সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব ‘আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫’। জাতীয় পর্বের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্য থেকে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়। নির্বাচনী ক্যাম্পে অংশগ্রহণকারীদের পারফরম্যান্স, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত দল গঠন করা হয়।

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন- জুবাইদাহ জাফরিন ও নাফিয়া বাসার সুহানী (মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ), মোহাম্মদ জারিফ বিন সালেক, খোন্দকার মুশফিকুল ইসলাম ও মোহাম্মদ মাশরুর আরেফিন ভূঞা (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), নুসাইবা তাজরিন তানিশা (ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়), জাইমা যাহিন ওয়ারা (উইলিয়াম কেরি একাডেমি), প্রিয়ন্তী দাস (স্কলাস্টিকা), রিদোয়ান রাব্বানী (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ) এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু (আনন্দ মোহন কলেজ)।
দলের কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কোচ মিশাল ইসলাম এবং সহকারী কোচ হিসেবে থাকবেন এম তানজিম আল ইসলাম দিবস। দলনেতা হিসেবে থাকছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এ. এ. মুনির হাসান। এছাড়া আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। গত সাত বছরে বাংলাদেশ দল ১৪টি স্বর্ণসহ মোট ৭৩টি পদক অর্জন করেছে।
৬ বছরের আপডেট নিয়ে বাজারে এলো Samsung Galaxy A17 5G