প্রতিবন্ধীদের চলাচলে টয়োটার রোবোটিক চেয়ার

টয়োটা তৈরি করেছে এক অনন্য রোবোটিক চেয়ার, যার নাম ‘Walk Me’ যা চলাফেরায় অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের সমতল ভূমি ও সিঁড়ি বেয়ে চলাচলে সহায়তা করতে পারে।

চাকার বদলে এতে আছে চারটি বুদ্ধিমান রোবোটিক পা, যা জীবন্ত প্রাণীর মতো মসৃণভাবে চলে। এটি সমতল জায়গায় সহজে গ্লাইড করে এবং সিঁড়ি বেয়ে উঠতে পারে কোনো ধাক্কা বা ভারসাম্য হারানো ছাড়াই। প্রতিটি পায়ে রয়েছে অ্যাডাপটিভ অ্যাকচুয়েটর, যা রিয়েল-টাইমে চাপ, ঢাল এবং ভারসাম্য অনুভব করে ভঙ্গি সামঞ্জস্য করে নেয়।

টয়োটা মোটর করপোরেশনের ধারণাগত নকশা অনুযায়ী, এই চেয়ারটি বিশেষভাবে তৈরি ভ্যানে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হতে পারবে, ফলে ব্যবহারকারীরা সহজে ওঠানামা করতে পারবেন। এছাড়া এতে রয়েছে ‘সিট-টু-ফ্লোর’ মোড, যা জাপানের ঐতিহ্যবাহী তাতামি সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে চেয়ারের উচ্চতা মেঝের সমান পর্যন্ত নামিয়ে দেয় এভাবে ঐতিহ্য ও ভবিষ্যতকে একত্র করেছে এই নকশা।