টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা করেছেন, কোম্পানিটি শিগগিরই নতুন রোডস্টার প্রোটোটাইপের মাধ্যমে উড়ন্ত গাড়ি উন্মোচন করতে পারে।
শুক্রবার (৩১ সেপ্টেম্বর) দ্য জো রগান এক্সপেরিয়েন্স পডকাস্টে অংশ নেওয়ার সময় মাস্ক বলেন, ‘নতুন রোডস্টার প্রোটোটাইপ উন্মোচন হবে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় প্রযুক্তিগত ঘটনা।’
জিজ্ঞাসা করা হয় গাড়িটি কি সত্যিই উড়বে কি না, মাস্ক সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, ‘উন্মোচনের আগে কিছু বলা যাবে না। তবে এটি হতে পারে সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তি পণ্য।’ মাস্ক আরও জানান, রোডস্টার প্রোটোটাইপের ডেমো প্রায় প্রস্তুত এবং আশা করছেন কয়েক মাসের মধ্যেই এটি প্রদর্শন করা সম্ভব হবে। তিনি দাবি করেছেন, গাড়িতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা জেমস বন্ডের গাড়িকেও হার মানাবে।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক গাড়ির কর ছাড় তুলে দেওয়ার প্রস্তাব টেসলার বিক্রিতে প্রভাব ফেলতে পারে। তবে টেসলারই একমাত্র প্রতিষ্ঠান নয় যা উড়ন্ত গাড়ি প্রকল্পে এগিয়ে আছে; ক্যালিফোর্নিয়ার আলেফ এবং জবি এভিয়েশন ইতিমধ্যেই পরীক্ষামূলক উড়ন্ত গাড়ি ও আকাশ ট্যাক্সি প্রকল্প চালু করেছে।
উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর টেসলার শেয়ারহোল্ডাররা ইলন মাস্কের নতুন ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্রস্তাবের ওপর ভোট দেবেন।