ইলন মাস্কের মালিকানাধীন এআই চ্যাটবট 'গ্রোক' দাবি করছে, মাস্কই এই বিশ্বের সেরা মানুষ। সব ধরনের প্রতিযোগিতায় বুদ্ধিমত্তা, শারীরিক সক্ষমতা এবং এমনকি পিতৃত্বের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে মাস্ক। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
তবে চ্যাটবটটির এমন উত্তরের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব পোস্টের অনেকগুলোই মুছে ফেলা হয়েছে। কিন্তু এমন ঘটনা চ্যাটবটটির নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন জাগাচ্ছে ব্যবহারকারীদের মনে।
গ্রোক উল্লেখ করেছে, মাস্ক লেব্রন জেমসের চেয়ে 'হোলিস্টিক ফিটনেসে' এগিয়ে, কারণ মাস্ক ৮০ থেকে ১০০ 'ওয়ার্কিং আওয়ার' কমপ্লিট করতে সক্ষম, যা তার শারীরিক ও মানসিক সহনশীলতার প্রমাণ। পাশাপাশি, বক্সিং ম্যাচে মাস্ক প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসনকেও পরাজিত করতে পারবে বলে মন্তব্য করেছে গ্রোক।
এছাড়াও গ্রোক মাস্কের বুদ্ধিমত্তা ইতিহাসের শীর্ষ ১০-এর মধ্যে স্থান পাওয়ার যোগ্য মনে করছে। লিওনার্দো দা ভিঞ্চি বা নিউটনের মতো বহুক্ষেত্রীয় উদ্ভাবকদের সঙ্গে মাস্কের তুলনা করেছে গ্রোক।
যদিও এই মন্তব্যগুলো পরে মুছে ফেলা হয়েছে, তবুও গ্রোক-এর এই অভিমত মাস্কের ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এটি প্রশ্ন তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষপাতিত্ব ও নিরপেক্ষতার ওপর। সূত্র: দ্য গার্ডিয়ান