নাটকীয় সুপার ওভারে রংপুরকে হারালো রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে দর্শকদের রোমাঞ্চের চূড়ান্ত মুহূর্ত উপহার দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে দুই দলই সমান ১৫৯ রান করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে দারুণ নিয়ন্ত্রণ ও ঠাণ্ডা মাথার ক্রিকেটে জয় ছিনিয়ে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স সংগ্রহ করতে পারে মাত্র ৬ রান। লক্ষ্য তাড়ায় নামা রাজশাহী ওয়ারিয়র্স কোনো ভুল না করে মাত্র ৩ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়, নিশ্চিত করে নাটকীয় ও উত্তেজনাপূর্ণ জয়।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৫৯ রান। ওপেনার তানজিদ হাসান তামিম শুরুতেই ব্যর্থ হলেও দ্বিতীয় উইকেটে অধিনায়ক শান্ত ও ফারহান দলের ইনিংস সামাল দেন। শান্ত অদ্ভুতুড়ে রানআউটে ফেরার আগে করেন ৪১ রান, আর ফারহান খেলেন ম্যাচসেরা ৬৫ রানের দারুণ ইনিংস। তবে মধ্য ও শেষের দিকে ব্যাটাররা বড় জুটি গড়তে না পারায় রাজশাহী থামে মাঝারি সংগ্রহে।

জবাবে রংপুর রাইডার্সের শুরুটা ভালো হয়নি। লিটন দাস দ্রুত ১৬ রানে ফিরে গেলেও পরে দলের হাল ধরেন ডেভিড মালান ও তাওহীদ হৃদয়। দ্বিতীয় উইকেটে এই জুটি গড়ে তোলে ১০০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। হৃদয় করেন ৫৩ রান, মালান অপরাজিত থাকেন ৬৫ রানে। শেষদিকে কাইল মেয়ার্স ১৫ রানে অপরাজিত থেকে দলকে ১৫৯ রানে পৌঁছে দেন, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

শেষ পর্যন্ত সুপার ওভারের উত্তেজনাতেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। সেখানে প্রতিপক্ষকে চাপে রেখে দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স।