নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতরাতে জরুরি বোর্ডসভা শেষে এই সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। জানিয়েছে ভেন্যু বদলের দাবি।
বাংলাদেশের দাবি বেশ গুরুত্বের সাথে আমলে নিয়েছে আইসিসি। পরিস্থিতি অনুধাবন করে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু বদলে দিতে পারে সংস্থাটি। এমনটাই জানাচ্ছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ।
২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের।
সূচি অনুযায়ী- বাংলাদেশ দলের সবগুলো ম্যাচই গড়াবে ভারতে, কলকাতা ও মুম্বাইয়ে। সেই লক্ষ্যে বিশ্বকাপের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলও ঘোষণা করে বিসিবি।
তবে এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। এক মোস্তাফিজুর রহমানকেই যেখানে নিরাপত্তা দিতে অপারগ ভারত, সেখানে গোটা বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দেবে;তা নিয়ে প্রশ্ন উঠে।
এমতাবস্থায় ক্রিকেটার, ম্যানেজমেন্টসহ দর্শকদের নিরাপত্তার কথা ভেবে আইসিসির কাছে মেইল করে বিসিবি। জানায় ভেন্যু বদলের আরজি। সমস্যা সমাধানে আইসিসি সহসাই সভায় বসতে যাচ্ছে বলে জানা গেছে।
ক্রিকবাজের প্রতিবেদন বলছে আজ (৪ জানুয়ারি) রোববার ছুটির দিন বলে আইসিসি নিজেদের মধ্যে বৈঠক করতে পারেনি। আগামী দুই-একদিনের মধ্যে এই ইস্যুতে আনুষ্ঠানিক তথ্য আসতে পারে।
বিসিবির আবেদন আইসিসি মেনে নিলে পাকিস্তানের মতো বাংলাদেশও নিজেদের ম্যাচ খেলতে পারে শ্রীলঙ্কায়। আপাতত ক্রিকবাজের খবর, এই ব্যাপারে বিসিবির আবেদনের বিপক্ষে নয় আইসিসি।