ওয়েস্ট হামের বিপক্ষে সতর্ক পেপ গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের হাতছোয়া দূরত্বে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি। একটা মাত্র ম্যাচ বাকি, আর সে ম্যাচ জয় মানেই টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখাবে ম্যানসিটি। জয় না পেলেও দলটি শিরোপা উৎসব করতে পারে তবে সেক্ষেত্রে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা আর্সেনালকেও পয়েন্ট হারাতে হবে।

ম্যানচেস্টার সিটি শেষ ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে খেলবে। প্রতিপক্ষ ও ভেনু্যর বিচারে পরিস্কার ফেভারিট ম্যানসিটি। এমনিতেই নিজেদের মাঠে খেলবে ম্যানসিটি, তার ওপর প্রথম লেগের খেলায় ৩-১ গোলে জয় পেয়েছিল। ফলে সহজ রাস্তা। তবে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা মোটেও তেমনটা ভাবছেন না। বরং প্রতিপক্ষকে সমীহ করে বলেছেন, ম্যানসিটিকে শিরোপা থেকে দূরে রাখতে সব ধরণের চেষ্টা করবে ওয়েস্ট হাম ইউনাইটেড।

পেপ গার্দিওলা বলেন, ওয়েস্ট হাম কোচ ডেভিড ময়েস আমাদেরকে হারাতে সব ধরণের চেষ্টা করবে। তবে আমরা প্রস্তুত। কঠিন ম্যাচ কিভাবে খেলতে হয় তা আমরা জানি। টটেনহাম হস্পারের বিপক্ষে ছেলেরা তার প্রমাণ দিয়েছে।

পেপ গার্দিওলা যখন এমনটা ভাবছেন তখন ওয়েস্ট হাম কোচ ডেভিড ময়েস ভিন্ন চিন্তা ভাবনা করছেন। তিনি বলেছেন, ম্যানসিটিকে শিরোপা জয় থেকে দূরে রাখা কঠিন।

কোচ হিসেবে গার্দিওলা ও ময়েস ১৫বার মুখোমুখি হয়েছেন। পরিসংখ্যান ময়েসের জন্য মোটেও স্বস্তির নয়, মাত্র একবার জয় পেয়েছেন তিনি। বাকি ১৫ ম্যাচে সাফল্যের হাসি হেসেছেন গার্দিওলা। তবে এবার কঠিন এক সময়ে ময়েসের মুখোমুখি হচ্ছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে একাধিক কোচ চারবার শিরোপা জয় করেছেন। কেউ পাঁচ মৌসুমে চারবার দলকে শিরোপা এনে দিয়েছেন। কিন্তু কেউ টানা চারবার শিরোপা জিততে পারেননি। এবার সেই সুযোগ গার্দিওলার সামনে।