ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আমাদের আরও শিরোপা চাই: গার্দিওলা

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১০:০৯ এএম

দারুণ সূচনা ম্যানচেস্টার সিটির। কমিউনিটি শিল্ড জয়ের মাঝ দিয়ে নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার (১০ আগস্ট) তারা চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয় করেছে। চমৎকার শুরু সত্ত্বেও ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা কোন কিছুই নিশ্চিত মনে করছেন না। তার দলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের নিশ্চয়তা তিনি দিচ্ছেন না।

স্ট্যাম্পফোর্ডে চেলসির বিপক্ষে মাঠে নামার মাঝ দিয়ে এবারের লিগ মৌসুম শুরু করতে যাচ্ছে ম্যানসিটি। কমিউনিটি শিল্ডে ম্যানইউকে হারানোর পর গার্দিওলা বলেন, আমরা লিগ শিরোপা জয়ের জন্য প্রস্তুত কিনা তা বলতে পারি না। আমরা এ ম্যাচে হারতে পারতাম। আমরা হারের পর্যায়ে ছিলাম। ম্যাচে আমি অনেক কিছুই দেখেছি। প্রথম ৩৫ মিনিটের খেলা ছিল অসাধারণ। তবে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। একটা খুবই সাধারণ ব্যাপার। তবে শিরোপা জয়ের মাঝ দিয়ে মৌসুম শুরু করাটা দারুণ ব্যাপার। যাহোক আমরা এখানে থেমে থাকতে চাই না। আমরা আরো আরো শিরোপা জয় করতে চাই।

ঘরোয়া লিগে ম্যানসিটি দুর্দান্ত ফর্মে। টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। পেপ গার্দিওলা এবারো শিরোপা ধরে রাখতে চান।

ম্যানসিটি সর্বশেষ ২০১৯ সালে কমিউনিটি শিল্ড জয় করেছিল। এবারের আগে তারা শিরোপা লড়াইয়ে লিভারপুল, আর্সেনাল ও লিস্টার সিটির কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল।

AHA/FI
আরও পড়ুন