স্ত্রী ক্রিস্তিনা সেরার সঙ্গে ৩০ বছরের সংসার জীবনের ইতি টানলেন পেপ গার্দিওলা। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম সানডে মিরর।
ভীষণ বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলার ২০১৪ সালে সেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তারা একসঙ্গে থাকা শুরু করেন ১৯৯৪ সাল থেকে। তাদের সংসারে তিনটি কন্যা সন্তান রয়েছে।
বিচ্ছেদ হলেও তাদের মধ্যে এখনো ভাল সম্পর্ক আছে। সবশেষ বড় দিনে তাদের এক মেয়েকে নিয়ে থিয়েটারে দেখা গেছে তাদের।
পেপ ও সেরাকে নিয়ে একজন ব্রাজিলিয়ান সাংবাদিক ও লেখক জানিয়েছেন, তারা দম্পতি হিসেবে থাকলেও একই শহরে থাকেননি। যেখানে গত বছরের ডিসেম্বরে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
পাকিস্তান লিগে দল পেলেন নাহিদ, লিটন ও রিশাদ