কোপা আমেরিকা

টাইব্রেকারে কানাডাকে হারিয়ে উরুগুয়ে তৃতীয়

কোপা আমেরিকায় স্থান নির্ধারণী খেলায় কানাডাকে হারিয়ে উরুগুয়ে তৃতীয় হয়েছে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ায় কোপার নিয়ম অনুসারে ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে উরুগুয়ে ৪-৩গোলে জয় পায়।

ম্যাচ স্বাভাবিক নিয়মে উরুগুয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু কানাডা দারুণভাবে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। শুধু তাই নয়, নির্ধারিত সময়ে তারা জয় পাওয়ার সম্ভাবনাও তৈরি করেছিল। কিন্তু দুর্ভাগ্য তাদের। শেষ পর্যন্ত শেষ হাসি তারা হাসতে পারেনি। অষ্টম মিনিটে উরুগুয়েকে এগিয়ে নিয়েছিলেন রড্রিগো বেন্টানকুর। প্রথমার্ধেই কানাডার হয়ে সমতায় ফেরান ইসমাইল কোনো।

আশি মিনিটের সময় জোনাথন ডেভিড গোল করে কানাডাকে  এগিয়ে নিয়ে যান। জয়ের স্বপ্ন তখন তাদের চোখেমুখে। অপেক্ষায় শেষ বাঁশি বাজার। আর ঠিক সে সময়ে উরুগুয়ের মুখে হাসি ফোটান অভিজ্ঞ লুইস সুয়ারেজ। ম্যাচ শেষ হয় ২-২ গোলে।

অসাধারণ এক গোল করে অভিজ্ঞ লুইস সুয়ারেজ খেলাকে টাইব্রেকারে নিয়ে গিয়েছিলেন। ডান দিক আসা ক্রস দারুণ দক্ষতায় তিনি জালে পাঠিয়ে উরুগুয়েকে খেলায় ফিরিয়ে আনেন।

টাইব্রেকারে প্রথম দুই শটে উভয় দল গোল করলেও কানাডা তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হয়। কোনের নেওয়া দুর্বল শট উরুগুয়ের গোলরক্ষক রুখে দেয়। কানাডা তাদের পঞ্চম শটেও গোল করতে ব্যর্থ হয়। ডেভিসের শট ক্রসবারের নিচের দিকে আঘাত করলেও তা গোল লাইন অতিক্রম করেনি। ফলে উরুগুয়েকে আর পঞ্চম শট নিতে হয়নি। ৪-৩ গোলে জয় পায় সাবেক চ্যাাম্পিয়নরা। লুইস সুয়ারেজ দলের হয়ে চতুর্থ শটে গোল করেছিলেন।