কোপা আমেরিকার এবারের আসরে দারুণ ফুটবল খেলেছে কলম্বিয়া। ব্রাজিল, উরুগুয়ের মতো শক্তিশালী দলকে টপকে তারা ফাইনালে খেলেছে। শেষ পর্যন্ত শিরোপার দেখা পায়নি দলটি। তবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে যথেষ্ট ভুগিয়েছে। শিরোপা জিততে না পারার আক্ষেপের সঙ্গে এবার যোগ হলো আর এক দুঃখ। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলেকে মায়ামির পুলিশ গ্রেপ্তার করেছে। স্টেডিয়ামে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিযোগ তাদের আটক করা হয়েছে।
মায়ামি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে রামোন হামিল হেসুরুনকে আটক করা হয়েছে। হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের আটক করা হয়েছে।
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলাম্বিয়ার বেশ কিছু দর্শক বিনা টিকেটে স্টেডিয়ামে ঢুকতে চেয়েছিলেন। এ সময়ে স্টেডিয়ামে ঢুকতে চেয়েছিলেন হেসুরুন ও তার ছেলে। পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খল ঘটনায় হেসুরুন ও তার ছেলে স্টেডিয়ামে ঢুকতে দেরি হওয়ায় বিরক্ত হয়ে তারা নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্ক শুরু করে দেন। এ সময় নিরাপত্তাকর্মীরা রামোন হামিল হেসুরুনকে ঠেলে পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর হামিল হেসুরুন সেই নিরাপত্তাকর্মীকে ঘাড় ধরে নিচে ফেলে দিয়ে দুটি ঘুষি মারেন। ওই ঘটনায় মাঝরাতে তাদের আটক করা হয়।
কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুনের বয়স ৭১। ২০১৫ সাল থেকে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্বে রয়েছেন।
