ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশৃঙ্খলায় খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব পড়ে: লরেঞ্জো

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৮:৫৬ এএম

দর্শক বিশৃঙ্খলার কারণে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় ম্যাচ শুরুর কথা থাকলেও তা শুরু হয় ৭.২০ মিনিটে। নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ার বিষয়টি কলম্বিয়ার খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির কোচ নেস্টর লরেঞ্জো। তবে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা দলের প্রশংসা করেছেন তিনি।

ম্যাচ শেষে লরেঞ্জো বলেন, আমি মনে করি আমরা দারুণভাবে খেলা শুরু করেছিলাম। কিন্তু তারপর থেকে অস্বাভাবিক সব ঘটনা ঘটতে শুরু করলো। খেলা শুরু হওয়ার আগে খেলোয়াড়রা মাঠে নামার প্রাথমিক প্রস্তুতি নিল, বিশ্রাম নিল, আবার প্রস্তুতি নিল। তারপর আমরা ২৫ মিনিটের বিরতি পেলাম। উভয় দলের জন্য এটা ছিল অদ্ভুত ঘটনা।

খেলা শুরুর আগে কলম্বিয়া কিছু দর্শক বিনা টিকেটে মাঠে ঢোকার চেষ্টা করে। এতে করে বেশ বিশৃঙ্খলা শুরু হয়। তার ধারাবাহিকতায় কিছু দর্শক গ্যালারিতে গন্ডগোল করে। সব মিলিয়ে খেলা শুরু হতে দেরি হয়েছিল। অন্যদিকে বিরতির সময় পপ গায়িকা শাকিরার গানের কারণে বিরতি স্বাভাবিক সময়ের চেয়ে দীর্ঘায়িত হয়েছিল।

ফাইনাল ম্যাচ সম্পর্কে লরেঞ্জো আরও বলেন, যাদের ফাইনাল খেলার অভিজ্ঞতা কম তারা স্বাভাবিকভাবে চাপে থাকে। ফাইনাল ম্যাচ খেলা সবার জন্য সহজ নয়। মাত্র ২১ দিনে তাদের ছয়টি ম্যাচে মাঠে নামতে হয়েছে। ব্যাপারটি মোটেও সহজ নয়। আমি পরিস্কারভাবে নিশ্চিত করে বলতে চাই যারা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এসেছিল তারা ইনজুরি আক্রান্ত ছিল। তাদের কারো কারো উভয় পায়ে সমস্যা ছিল।

AHA/FI
আরও পড়ুন