এসএ গেমসের সূচি চূড়ান্ত, প্রথমবার তিন শহরে আয়োজন

দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস অবশেষে পাকিস্তানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ পাঁচ বছর পর গেমসটি আয়োজনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যা প্রথমবারের মতো তিন শহরে-লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে আয়োজন করা হবে।

সর্বশেষ ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত হয়েছিল এসএ গেমস। ২০২১ সালে পরবর্তী আসর আয়োজনের কথা থাকলেও নানা কারণেই পিছিয়ে যায় পাকিস্তানের প্রস্তুতি। অবশেষে আজ (মঙ্গলবার) লাহোরে অনুষ্ঠিত এক সভায় গেমসের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রতিনিধি সিরাজ উদ্দিন মো. আলমগীর নিশ্চিত করেছেন, গেমসে ২৬টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, শুটিং, কাবাডি থাকছে।

তিনি বলেন, ‘আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি গেমসের তারিখ চূড়ান্ত হয়েছে। ডিসিপ্লিন চূড়ান্তের মূল শর্ত ছিল অন্তত চারটি দেশকে অংশ নিতে হবে।’

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত এসএ গেমসে অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আজকের সভায় ভারতের কোনো প্রতিনিধি সরাসরি উপস্থিত ছিলেন না। তবে ভারতের প্রতিনিধি অনলাইনে যুক্ত ছিলেন এবং অংশগ্রহণের ইচ্ছার কথা জানিয়েছেন। তবে ভারত শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করলে তা আলাদা বিষয় হবে বলে জানান সিরাজ উদ্দিন মো. আলমগীর।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দুই সদস্যের প্রতিনিধি দলে ছিলেন উপমহাসচিব আশিকুর রহমান মিকু ও সিরাজ উদ্দিন মো. আলমগীর। আগামীকাল প্রতিনিধি দল ইসলামাবাদে যাবেন ভেন্যু পরিদর্শনে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লাহোরে।

মঙ্গলবারের (২৫ ফেব্রুয়ারি) সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো– ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি-টোয়েন্টি), আরচ্যারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শ্যুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারোত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।

লাহোরে এসএ গেমস সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও নির্বাহী সদস্য সিরাজউদ্দিন মো. আলমগীর।