ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অলিম্পিক গেমস

পদক তালিকায় সবার উপরে জাপান

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১১:৪০ এএম

প্যারিস অলিম্পিক গেমসে এখনো জাপানের আধিপত্য অব্যাহত রয়েছে। এশিয়ার দলটি পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে। চারটি সোনা ও দুটো রূপাসহ সাতটি পদক দখল করেছে।

পদক তালিকায় জাপানের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে অস্ট্রেলিয়া। জাপানের সমান চারটা সোনা জয় করেছে তারা। তাদের মোট পদক সংখ্যা ছয়টি। জাপান ও অস্ট্রেলিয়াকে অনুসরণ করে চলেছে যুক্তরাষ্ট্র, স্বাগতিক ফ্রান্স,  দক্ষিণ কোরিয়া ও চীন। সোনার পদকে জাপান ও অস্ট্রেলিয়ার সবার উপরে থাকলেও মোট পদক সংখ্যায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র।। তিনটি সোনার পদকসহ তাদের পদকের সংখ্যা ১২টি।

এ পর্যন্ত ২৮টি দেশ পদক তালিকায় নাম লিখিয়েছে। তবে সোনার পদক পাওয়া দেশের সংখ্যা ১২।

MB/FI
আরও পড়ুন