নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। ৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে ছাত্র-জনতা সরকারের বিপক্ষে আন্দোলন শুরু করে। উদ্ভুত পরিস্থিতিতে কারফিউ জারি করে দেশটির সরকার। এদিকে, দুটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে নেপালে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন সেশন স্থগিত করা হয়েছে। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে হোটেলেই অবরুদ্ধ জামাল ভূঁইয়ারা।
আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলা। উদ্ভুত পরিস্থিতিতে আগামীকালের ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী জামাল ভূঁইয়ার দল আজকের অনুশীলন করতে পারেনি।
নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘নেপাল সময় বিকেল সোয়া ৩টায় আমাদের অনুশীলন ছিল। দুপুর আড়াইটার দিকে জানানো হয় বাইরের পরিস্থিতি উত্তপ্ত। ফলে এই সময়ে অনুশীলনের জন্য রওনা হওয়া যাবে না। বাংলাদেশ দল এখন নিরাপদে হোটেলেই অবস্থান করছে।’
দলের অনুশীলন স্থগিত করা প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।’
ফেসবুক, ইউটিউব ও এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে নেপালের রাজধানী কাঠমন্ডুতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই হাজারো বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে কারফিউ জারির পর সেনাবাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ।